Saturday, July 23, 2016

অবশেষে ইংল্যান্ডের পথে মুস্তাফিজ | Mustafizur Rahman Will Play For Sussex In County Cricket

অপেক্ষাটা যতটা না মুস্তাফিজের তার চেয়েও যেন বেশি তার ভক্তদের। অপেক্ষাটা সেই থেকেই, যেদিন তার নাম উঠেছিল কাউন্টির দল সাসেক্সের পাতায়।
এরপর যখন সুযোগ এলো তখন শুরু হলো ভিসা জটিলতা। অবশেষে সেই ঝামেলাও চুকে গেছে। আজই সকাল সোয়া ১০টার উড়োজাহাজে তিনি উড়াল দিচ্ছেন ইংল্যান্ডে। ন্যাটওয়েস্ট টি-+টোয়েন্টি ব্লাস্টে আগামীকালই আছে সাসেক্সের ম্যাচ, প্রতিপক্ষ এসেক্স। তবে এই ম্যাচে কাটার মাস্টার খেলবেন কি না তা নিশ্চিত নয়। এত পথ ভ্রমণের ঝক্কি সামলে তিনি মাঠে হয়তো নাও নামতে পারেন। তবে এই ম্যাচ বাদেও আরো ৬টি ম্যাচ পাবেন তিনি। দুই পর্বের টুর্র্নামেন্টে দল পরের রাউন্ডে গেলে ম্যাচ সংখ্যা বাড়বে আরো। ওয়ানডে কাপে সাউথ গ্রুপে ৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ৯ দলের মধ্যে মুস্তাফিজুর রহমানের দলের অবস্থান এখন সবার নিচে। টি-২০ ব্লাস্টে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে সাতে। দেখা যাক মুস্তাফিজের পরশে দলের ভাগ্য পরিবর্তন আসে কি না।

No comments:

Post a Comment