Saturday, July 23, 2016

চালকবিহীন বাস আনছে মার্সেডিজ । Mercedes Future Bus will make you want to ride the bus again

চালকবিহীন বাসের ধারণা উন্মোচন করেছে বিশ্ব বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সেডিজ বেঞ্জ। ধারণা করা হচ্ছে গণপরিবহন ব্যবস্থা হিসেবে এটি ভবিষ্যতে জনপ্রিয় হবে।  ব্রিটিশ ট্যাবলয়েড মিররের সূত্রে এ তথ্য জানা যায়।

'ডাইমলার সিটি পাইলট' নামের এই বাসকে এমনভাবে সাজানো হয়েছে যাতে বাসটি চালক ছাড়াই নির্দিষ্ট স্থান থেকে যাত্রী নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছে দিতে পারে। ক্যামেরা আর জিপিএস দিয়ে রাস্তায় বাসের অবস্থান নির্দেশ আর নিয়ন্ত্রণ করা হয়। বাসটি নির্ধারিত বাস স্টপে থেমে যাত্রীও নিতে পারবে।
এদিকে ইতিমধ্যে কোনোরকম সমস্যা ছাড়াই বাসটি পরীক্ষামূলকভাবে চালু করেছিল নেদারল্যান্ডস।  তবে তাতে জরুরী অবস্থার জন্য চালক রাখা হয়েছিল।
নতুন এই বাস চালুর ফলে যাত্রীদের যাত্রা আরামদায়ক হবে বলে মনে করা হচ্ছে।

No comments:

Post a Comment