মাশরাফি মুর্তজা সর্বশেষ ওয়ানডে খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে গত বছর নভেম্বরে। তখনই পরিসংখ্যানের একটি পাতায় নিজেকে অন্য জায়গায় নিয়ে গেছেন টাইগার অধিনায়ক। দীর্ঘদিন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট না খেললেও মাশরাফিকে নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি।
তবে শুধু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই নয়, মাশরাফি নাম লিখিয়েছেন সর্বকালের সফলতম ওয়ানডে অধিনায়কদের তালিকাতেও।
অন্তত ২৫ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন, এমন ক্রিকেটারদের মধ্যে জয়ের মানদণ্ডে মাশরাফি রয়েছেন চার নম্বরে।
তার উপরে রয়েছেন শুধু তিনজন অধিনায়ক- ক্লাইভ লয়েড, রিকি পন্টিং ও হ্যান্সি ক্রনিয়ে। ৭১.৪২ শতাংশ জয়ের রেকর্ড নিয়ে মাশরাফি পেছনে ফেলেছেন ভারতের সফলতম অধিনায়ক এমএস ধোনিকেও।
মাশরাফির অবস্থান যেখানে চতুর্থ, ৬০ শতাংশ জয় নিয়ে ভারতের ক্যাপ্টেন কুল আছেন তালিকার ১৫ নম্বরে। ওয়েবসাইট।
No comments:
Post a Comment